নিজস্ব প্রতিবেদক:
শিক্ষা ঐক্য প্রগতি এই স্লোগানকে সামনে রেখে ,
রাজস্থলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
জুলাই নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ১৩ ফেব্রুয়ারি
Swordfish weighing 10 maunds in the net
পুলিশের নতুন হটলাইন, ১৬ ঘন্টার মধ্যেই ১০৩ নারীর ফোন
বৃহস্পতিবার (২ জানিুয়ারি) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে আবার উপজেলা টাউন হলের সামনে এসে শেষ হয় ,পরে টাউন হলের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর হলের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজন তংচগ্যা সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনি।
এছাড়াও উপস্থিত আছেন, উপজেলা বিএনপি সভাপতি খলিলুর রহমান শেখ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মংঞো মারমা , সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, মোঃ ছগীর আহমদ, জেলা বিএনপির সদস্য,চাইথোয়াইপ্রু মারমা, উপজেলা যুবদলের সভাপতি, শামীম আহমেদ রুবেল, সাধারণ সম্পাদক, উজ্জ্বল কান্টি তংচগ্যা, স্বেচ্ছাসেবক দলে আহ্বায়ক, মোঃ মিনহাজ, কৃষক দলের সভাপতি, বিশু সাহা,সহ অঙ্গ সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।।
বক্তরা বললেন,,ছাত্রদল গঠনের পর থেকে ছাত্ররাজনীতিতে সক্রীয় ভূমিকা রাখছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল গঠন করেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদল রাজনীতিতে এগিয়ে গেছে। প্রত্যেকটি আন্দোলনে ছাত্রদল অংশগ্রহণ করেছে। ১৬ বছরের আওয়ামীলীগের নির্যাতনের শিকার হয়েছে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী। আওয়ামীলীগের গুম, খুনের শিকার হয়েছে যারা তাদেরকে আজকে স্মরন করতে হচ্ছে। তাদের পরিবারগুলি নিঃস্ব হয়ে গেছে। দেশের অর্থনীতি কাঠামো ধ্বংস করেছে, ব্যাংক লুট করেছে, এদেশের মানুষকে নিঃস্ব করে ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাদের বাংলার মাটিতে ঠাই নেই। তাদের বিচার না হলে জুলাই আগষ্টের নিহতদের আত্মার শান্তি পাবে না বলে বক্তব্য রাখেন ।