Dhaka, বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

বাংলাদেশ ছাড়া ভারতের মানচিত্র আঁকা সম্ভব নয়: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জানুয়ারী, ২০২৫, ০২:৪৭ পিএম
Bangla Today News

বাংলাদেশ-ভারতের ভূমি সীমানা প্রায় একে অপরের সাথে মিলিত উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, বাংলাদেশের মানচিত্র ছাড়া ভারতের মানচিত্র আঁকা সম্ভব নয়। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রয়টার্সের এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশও করেন তিনি।

বাংলাদেশে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনটি কোটা আন্দোলন সংক্রান্ত প্রতিবাদ থেকে শুরু হয়ে জুলাই মাসে ভয়াবহ সহিংসতায় রূপ নেয়, যা বৈশ্বিক সমালোচনার জন্ম দেয়। তবুও হাসিনা সরকারের পক্ষ থেকে অতিরিক্ত শক্তি ব্যবহারের অভিযোগ অস্বীকার করা হয়েছে।

ছাত্র আন্দোলনকারীরা ড.ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করার পরে, নির্বাচন ২০২৫ সালের শেষ বা ২০২৬ সালের প্রথম দিকে আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি , অবশ্য নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী নন ড. ইউনূস।

বিশ্বখ্যাত ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল জয়ী ড. মো. ইউনূস বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি প্রবৃদ্ধির হার নিয়ে খুব বেশি আগ্রহী নই। আমি সবচেয়ে নিচু স্তরের মানুষের জীবনের মান উন্নয়নে আগ্রহী। তাই আমি এমন এক অর্থনীতি চাই যা সম্পদ কেন্দ্রীকরণের ধারণা এড়িয়ে চলে।’

বাংলাদেশ এবং ভারতের মধ্যে শক্তিশালী বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক হাসিনা সরকারের পতনের পর থেকে উত্তেজনায় পরিণত হয়েছে বলে তিনি মনে করেন।

তিনি দাবি করেন,  ভারত হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাক, যাতে করে তার শাসনকালে সংঘটিত অপরাধের বিচার করতে পারেন।

বাংলাদেশ-চীন দীর্ঘমেয়াদি বন্ধু হিসেবে উল্লেখ করে ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন ব্যক্তিগতভাবে আমার জন্য অনেক কষ্টের।’

তিনি আরও বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে সবচেয়ে শক্তিশালী।

বাংলাদেশের মানচিত্র ছাড়া ভারতের মানচিত্র আঁকা সম্ভব নয় উল্লেখ করে বলেন, বাংলাদেশ এবং ভারতের ভূমি সীমানা প্রায় পুরোপুরি একে অপরের সাথে মিলিত।

Leave a comment