ভারতের কয়েকজন নাগরিক আন্তর্জাতিক সীমানা রেখা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে গেছে। পরে আহাদ আলী নামে ওই ব্যক্তি মারা যান।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আহাদ ওই ইউনিয়নের মুরইছড়া বস্তি এলাকার ইউসুফ আলীর ছেলে।
জাতীয় Read more from
সাবেক প্রতিমন্ত্রী পলকের বাড়িতে পুলিশ ক্যাম্প
পাঞ্জাবি বিক্রিতে বড় জালিয়াতি
The price of gold has decreased 7 times in a row
এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, রোববার দুপুরে জমি সংক্রান্ত বিষয়ে ভারতের নাগরিক হায়দায় আলীর সঙ্গে আহাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভারতের কয়েকজন নাগরিক আন্তর্জাতিক সীমানা রেখা অতিক্রম করে ৫ গজ ভেতরে ঢুকে আহাদকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে ফেলে যায়।
পরে স্থানীয়রা আহাদকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে তাঁর মৃত্যু হয়।