Dhaka, মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

মানিকগঞ্জ দৌলতপুরে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও শান্তি-ঐক্য সমাবেশ অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জানুয়ারী, ২০২৫, ০২:০৯ পিএম
Bangla Today News

 

মোঃ শামীম মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও শান্তি-ঐক্য সমাবেশ ২৭ই জানুয়ারি বিকেলে উপজেলার চরকাটারি বোর্ড ঘর বাজার মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-০১ আসন (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) বিএনপির ধানের শীষ প্রতীক মনোনয়ন প্রত্যাশী মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির কার্যকরী সদস্য,দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা। ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও শান্তি-ঐক্য  সমাবেশে প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন,তারুণ্যের অহংকার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দলিল। এই ৩১ দফায় যা যা লিখা আছে তা যদি বাস্তবায়িত হয় তাহলে আগামীতে দেশ সুন্দরভাবে পরিচালিত হবে। প্রত্যক নেতাকর্মীদেরকে অনুরোধ করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের এই ৩১ দফা জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য । কেননা আগামীতে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। তাই রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার গুরুত্ব অপরিসীম। বক্তব্য শেষে তিনি উপস্থিত সকলের নিকটে লন্ডনে চিকিৎসাধীন দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের জন্য দোয়া চান এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট উপস্থিত হাজার হাজার জনসাধারণের মাঝে বিতরণ করেন। এ সময় মানিকগঞ্জ-১ আসন তথা (ঘিওর,দৌলতপুর ও শিবালয়) উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

Leave a comment