ইসরায়েলের পক্ষ থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের নিহত হওয়ার খবর জানানো হয়েছিলো। এবার হামাসের পক্ষ থেকেও এই খবরের সত্যতা নিশ্চিত করে বলা হয়েছে যে দেইফ নিহত হয়েছেন।
ইসরায়েলের সেনাবাহিনীর ভাষ্যমতে, গত ১৩ জুলাই ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় ইসরায়েলের বিমান হামলায় মোহাম্মদ দেইফ নিহত হন। তখনই এ খবর প্রকাশ করা হয়েছিলো ইসরায়েলের পক্ষ থেকে।
জাতীয় Read more from
Breaking Barriers: Tasmia Rahman Arpita's Entrepreneurial Odyssey
‘আমি বাংলায় গান গাই’ খ্যাত প্রতুল মুখোপাধ্যায় আর নেই
আওয়ামী লীগ কেন্দ্ৰীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
যদিও এতদিন হামাসের পক্ষ থেকে দেইফের নিহত হওয়ার বিষয়ে কিছুই জানানো হয়নি। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাস দেইফের নিহতের খবর প্রথমবারের মতো নিশ্চিত করেছে। সেইসঙ্গে বিবৃতিতে হামাস জানায়, সংগঠনের সামরিক শাখার উপপ্রধান মারওয়ান ইশা নিহত হয়েছেন। যদিও এই কমান্ডারের নিহতের খবর যুক্তরাষ্ট্র গত বছরের মার্চেই দিয়েছিলো।
সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মোহাম্মদ দেইফ হামাসের সামরিক শাখা আল–কাসেম ব্রিগেডের কমান্ডার। দেইফের জন্ম ১৯৬৫ সালে, খান ইউনিস শরণার্থীশিবিরে। ১৯৪৮ সালের আরব–ইসরায়েল যুদ্ধের পর এই শরণার্থীশিবির প্রতিষ্ঠিত হয়।