চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কের কাজ নিয়ে দ্বন্দ্বের জের ধরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীরা। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়িতে ফিরে গেছেন। সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার করেরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শহীদ জাকির হোসেন সড়কের কাজ নিয়ে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, জাকির হোসেন সড়কের কাজ নিয়ে বাকবিতণ্ডা হয় স্থানীয় ওয়ার্ড বিএনপির সমন্বয়ক আনোয়ার হোসেন ও বিএনপি নেতা আহসান উল্লাহর মধ্যে। এর জেরে সংঘর্ষে লিপ্ত হন তারা। সন্ধ্যার পর সিএনজি অটোরিকশায় আনোয়ারের অনুসারীরা পশ্চিম সোনাই গ্রামে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করার উদ্দেশ্যে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মসজিদে ঘোষণা করা হয়। ঘোষণা শুনে গ্রামবাসী একত্রিত হয়ে পাল্টা ধাওয়া দেয়। এসময় দু’পক্ষের প্রায় ৮-১০ জন আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। দু’পক্ষ থেকেই মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তারা।
এবার এসএসসি পরীক্ষায় বসছে ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী
সাত কলেজ কে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফেসবুকে ‘হ্যাশট্যাগ ব্যান আওয়ামী লীগ’ প্রচারণা
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিফাতুল মাজদার বলেন, সংঘর্ষের ঘটনা মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।