Dhaka, বুধবার, মার্চ ১২, ২০২৫

দেশকে ভালবাসেন সবার আগে দেশ: লুৎফুজ্জামান বাবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:১১ পিএম
Bangla Today News

ক্ষমতায় থাকাকালীন দেশের স্বার্থ বিরোধী কোন কাজ করেননি, ভবিষ্যতেও করবেন না।বিগত তত্ত্বাবধায়ক ও পরবর্তীতে আওয়ামীলীগ সরকার বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে টানা ১৭ বছর নির্যাতন করে কারাগারে আটকে রেখেছে।

বর্তমান অন্তর্বর্তী সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দেয়ার দাবী জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। প্রয়োজনে আবারো আন্দোলনের হুশিয়ার দেন তিনি। পাশাপাশি দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি দোয়া চান এবং বলেন দেশকে ভালবাসেন সবার আগে দেশ।

 

খুব শীঘ্রই তারেক রহমান দেশে আসবেন। আগামীতে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এসে দেশ ও জাতির উন্নয়নে নেয়া অসমাপ্ত কাজ সমাপ্তির পাশাপাশি বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানে দিকে গুরুত্ব দেয়ার কথাও বলেন তিনি।

টানা ১৭ বছর পর নিজ জেলা নেত্রকোনায় গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান জামান বাবর। কারা মুক্তির পর প্রথমবারের মতো নিজ জেলা নেত্রকোনার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে গণ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা বিএনপির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক ও পরিচালনা করেন সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হেলালী। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সকল পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

গণ সংবর্ধনাকে ঘিরে দুপুরের পর থেকেই জেলা শহরের বিভিন্ন সড়ক দিয়ে মদন-মোহনগঞ্জ খালিয়াজুরীসহ বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণে আনন্দ মিছিল করে মাঠে প্রবেশ করেন নেতাকর্মীরা। এ সময় প্রায় লাখো মানুষের সমাগমে সংবর্ধনা স্থল পরিণত হয় জন সমুদ্রে।

পরে সন্ধ্যায় নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নে শাহ সুলতান কমর উদ্দিন রুমি রহমতুল্লাহর মাজার জিয়ারত শেষে নিজ গ্রামের বাড়ি মদনের উদ্দেশ্যে রওনা হন। সেখানেও মদন উপজেলা বিএনপি ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। লুৎফুজ্জামান বাবরের আগামীকাল সোমবার খালিয়াজুরী ও মঙ্গলবার মোহনগঞ্জে গণসংবর্ধনা ও সমাবেশে যোগ দেয়ার কথা রয়েছে।

Leave a comment