বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায়—ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের এমন মন্তব্যের প্রতিবাদে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতকেও সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, ভারত থেকেও অহরহ বাংলাদেশ বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। শেখ হাসিনা আরাম আয়েশে থেকে যে বক্তব্য দিচ্ছে সেটা সম্পর্কের ক্ষতি করছে।
পাঠ্যবইয়ে ঠাঁই পেল ‘মায়ের ডাক’
ফসলি জমির মাটি কাটা বন্ধে সিরাজদিখান উপজেলা প্রশাসনের অভিযান
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবার
তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের সংখ্যালঘুর বিষয় একান্ত বাংলাদেশের। ভারতের কোনো বিষয় নয়। এটা ওদের মিডিয়ার প্রোপাগাণ্ডা। এসময় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা।
এর আগে শনিবার দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, বাংলাদেশকে ঠিক করতে হবে যে তারা ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায়। আমরা খুব স্পষ্ট বার্তা দিয়েছি— আপনারা আমাদের প্রতিবেশী, আমরা চাই পরিস্থিতি শান্ত হোক, আমরা চাই বাণিজ্য, যোগাযোগ এবং অন্যান্য বিষয় এগিয়ে যাক।