Dhaka, সোমবার, মার্চ ১৭, ২০২৫

আইএফআইসি ব্যাংক’র ঈদ উপহাদর পেয়ে খুশি এতিম শিশুরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৫, ০৬:৫৫ পিএম
Bangla Today News

 

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী

আইএফআইসি ব্যাংক রাজশাহী শাখার ব্যবস্থাপনায় ৫০জন এতিম শিশুকে ঈদ উপহার দেওয়া হয়েছে। সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মাঝে বিভিন্ন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এই ব্যাংক। এই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে ব্যাংকের নিজ কার্যালয়ে ঈদ সামগ্রী গুলো শিশুদের হাতে তুলে দেন শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম। 

আইএফআইসি ব্যাংক ঈদের পূর্ব মুহূর্তে খুব সুন্দর উদ্যোগ হাতে নিয়েছে। একসাথে সারা দেশের সকল শাখায় এই কার্যক্রম বাস্তবায়ন করছে এই ব্যাংক। রাজশাহী শাখা ম্যানেজার এর সভাপতিত্বে অনুষ্ঠানে দারুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম ও মাসুদ রানাসহ ব্যাংকের বিভিন্ন পদস্থ কর্মকর্তা বিন্দ উপস্থিত ছিলেন। 

পরিশেষে ব্যাংক ম্যানেজার বলেন, শুধু মুসলমানদের ঈদ উৎসব বলে কথা না, দেশের বিভিন্ন সময়ে দূযোর্গ ও বন্যার সময়েও ব্যাংকের সহযোগিতার হাত প্রশারিত করে থাকে। এই ব্যাংক সেবার পাশাপাশি সাধারন মানুষের সেবায় সর্বত্র এগিয়ে যায়। সেই প্রচেষ্টা থেকে এতিম শিশুদের মাঝে সামান্য উপহার বিতরণ করা হলো।
 

Leave a comment