২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ (সরকারি ছুটি ব্যতীত) পালনের প্রস্তাব ভূতাপেক্ষ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা-পরিষদের ২৩তম বৈঠকে এ নীতিমালা বাতিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২৫ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস্ (বিডিআর)-এ সংঘটিত এক বিদ্রোহ ও নির্মম হত্যাযজ্ঞে ৫৭ জন বীর সেনাকর্মকর্তাসহ মোট ৭৪ জন শাহাদত বরণের শোকাবহ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতি বৎসর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালন (‘গ’ শ্রেণির দিবস, সরকারি ছুটি ব্যতীত); ওই ঘটনায় শাহাদত বরণকারী সেনাসদস্যকে ‘শহীদ’ হিসেবে আখ্যায়িতকরণ ও অন্তর্ভুক্তকরণ এবং ওই দিবস পালনে উদ্যোগী মন্ত্রণালয় হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে
দায়িত্ব প্রদানের প্রস্তাব ভূতাপেক্ষ অনুমোদন করা হয়েছে।
কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন আর নেই
ঈদের পর ইউরোপ সফরে যাচ্ছেন জামায়াত আমির
এখতিয়ার বাড়লো প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর
গত ৮ আগস্ট ২০২৪ হতে ৩১ জানুয়ারি ২০২৫ মেয়াদে উপদেষ্টা পরিষদের ২২টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকসমূহে মোট ১৩৫টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে ৯২টি সিদ্ধান্ত (৬৮%) বাস্তবায়িত হয়েছে। এ সময়কালে জারিকৃত অধ্যাদেশ ২০টি, অনুমোদিত নীতিমালা দুটি, দ্বিপাক্ষিক/আন্তর্জাতিক চুক্তি/প্রটোকল ১১টি।