Dhaka, সোমবার, মার্চ ১৭, ২০২৫

ঢাবির নিকাব পরিহিত ছাত্রীদের পরিচয় শনাক্তে নতুন পদক্ষেপ

সিয়াম ইসলাম

প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৫, ০৮:৪১ এএম
Bangla Today News

পরিচয় শনাক্তকরণের জন্য নারী শিক্ষক, নারী কর্মকর্তা এবং নারী কর্মচারীদের সহায়তায় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। 

বৃহস্পতিবার (৬ মার্চ) উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ডিনস্ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সভায় সিদ্ধান্ত হয় যে, পরিচয় শনাক্তকরণের জন্য প্রয়োজনে নারী সহকারী প্রক্টরের সহযোগিতা নেওয়া হবে। এছাড়া, ছাত্রীদের পরিচয় শনাক্ত করতে ফিঙ্গারপ্রিন্টিং বা বায়োমেট্রিক সিস্টেম চালুর সম্ভাব্যতা যথাসময়ে যাচাই করা হবে।

এ সিদ্ধান্তটি ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তা রক্ষার কথা মাথায় রেখে গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

Leave a comment