মুক্তিযুদ্ধের ইতিহাস যেভাবে বিকৃত ও বিতর্কিত হয়েছে, সেভাবে জুলাই অভ্যুত্থানের ইতিহাসও যেন কোনোভাবেই কেউ বিতর্কিত করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (১৫ মার্চ) দুপুরে জুলাই আন্দোলন নিয়ে নিজের রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জুলাই আন্দোলনের ৮ মাস পর গণঅভ্যুত্থান নেতা আসিফ মাহমুদের নিজের চোখে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে লেখা জুলাই-মাতৃভূমি অথবা মৃত্যু বইয়ের মোড়ক উম্মোচনের এ অনুষ্ঠানে যোগ দেন অভ্যুত্থানের সম্মুখ সারির নেতারা।
জাতীয় Read more from
Gang rape case against 4 people including three chairman
স্বামীর কল রিসিভ না করা কাল হলো স্ত্রীর জন্য!
চাকরি হারালেন আন্দোলনকারীদের ‘টোকাই’ বলে ব্যঙ্গ করা সেই জ্যোতি
আন্দোলনের পূর্ণাঙ্গ ইতিহাস লিপিবিদ্ধ করতে যার যেমন ভূমিকা সেটি তুলে ধরার আহ্বান জানান আসিফ মাহমুদ।
যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, জুলাইয়ের আন্দোলন তখনই পূর্ণতা পাবে, যখন সারা দেশের আন্দোলনের ইতিহাস পূর্ণতা পাবে।