Dhaka, শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫

নওগাঁয় তুলনামূলক ভাবে অপরাধ  কমে গেছে  বলে দাবি অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৫, ০২:০৭ এএম
Bangla Today News

 

মোঃ আলমগীর হোসেন জেলা প্রতিনিধি নওগাঁ
 


নওগাঁ আত্রাই উপজেলায় ৬নং মনিয়ারী ইউনিয়নে সকাল ১১ টা  অপরাধ দমনে পুলিশ ও স্থানীয় জনগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব  করেন শাহাবুদ্দিন অফিসার ইনচার্জ আত্রাই থানা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউল রাহমান (পিপিএম) ও ৬নং মনিয়ারী ইউনিয়ন চেয়ারম্যান সম্রাট হসেন এবং ইউনিয়ন বিএনপি সভাপতি এস এম ফারুক সহ এলাকার স্থানীয় জনগণ। 

 
অপরাধ দমনের পুলিশ সহ স্থানীয় জনগণের সহযোগিতা মাধ্যমে  অপরাধ নির্মল করা সম্ভব বলে দাবি করেন বক্তারা এবং মাদক, চুরি ডাকাতির ও ধর্ষণ এড়াতে  এলাকাবাসীকে সচেতন থেকে পুলিশকে সহযোগিতা করে সমাজের আইন শৃঙ্খলা  পরিস্থিতি নিয়ন্ত্রণ করার আহ্বান করেন।
 অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন অপরাধ অন্যান্য বছরের ন্যায় অপরাধ কমে গেছে বলে দাবি করেন। তিনি আরো বলেন গতবছর নওগাঁ জেলার মামলার পরিমাণ ছিল প্রতি মাসে ৪০০ এখন কমে এসে দাঁড়িয়েছে ২৫০ টি।

 

Leave a comment