চাইথোয়াইমং মারমা (রাজস্থলী) রাঙ্গামাটি
The use of mobile phones by women is increasing compared to men in the country
পরিষ্কারভাবে বলেছি জাতীয় নির্বাচন আগে, তারপর স্থানীয়: মির্জা ফখরুল
ছাঁটাই হচ্ছেন আসাদ আমলের তিন ভাগের এক ভাগ সরকারি চাকরিজীবী
রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন) এর বাঙ্গালহালিয়া সেনাবাহিনী ক্যাম্পের উদ্যোগে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে স্থানীয় অসহায় গরীব ৩০ টি মুসলিম পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ১৬ মার্চ বিকাল বাঙ্গালহালিয়া চাইল্ড কেয়ার মনিং স্কুল মাঠে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে ইফতার সামগ্রী বিতরণ করতে দেখা যায় । এসময় বাংগালহালিয়া আর্মি ক্যাম্পে ক্যাম্প কমান্ডার আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে ও সেনাবাহিনীর পক্ষ হতে এই ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানা যায় ।