চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্ত থেকে আটকের একদিন পর বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ১০/৪-এস এর কাছে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ওই জেলেকে নৌকা ও জালসহ ফেরত দেয়া হয়।
জাতীয় Read more from
Death of 4 family members together, burial together
The price of the dollar increased by 7 rupees
New money is not being exchanged in Bangladesh Bank this year
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান বিকেল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
জানা গেছে, ভারতে আটক জেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের আব্দুর রহমতের ছেলে মো. আলমগীর শেখ (২৭)।