মো: জাহিদুল ইসলাম জেলা প্রতিনিধি,গাইবান্ধা
ইসরায়েলের কাছে মানবতার কোনো মূল্য নেই: প্রিয়াঙ্কা গান্ধী
শুকরের বাচ্চা নিয়ে মারামারিতে বিএনপির দুই নেতা হাসপাতালে
AC sales increased three times during intense heat
প্রস্তুতি নিচ্ছে ঘাগোয়া মিয়া জান উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন এসএসসি শিক্ষার্থীরা, তাই গাইবান্ধা সদর উপজেলা ১০নং ঘাগোয়া ইউনিয়নে
প্রতিবছর এই টুর্নামেন্ট ঘাগোয়ার প্রান কেন্দ্র রুপার বাজারে অনুষ্ঠিত হয়।
এই টুর্নামেন্টের মাধ্যমে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল সিনিয়র জুনিয়র একত্রে হয়ে ফুটিয়ে তোলে, উক্ত ইস্কুলের প্রতিষ্ঠাতা সাবেক প্রধান শিক্ষক , আবু আল মঞ্জু সরকার বলেন, ক্রিকেট হচ্ছে ব্যাট ও বলের একটি দলীয় খেলা যাতে এগারোজন খেলোয়াড় বিশিষ্ট দুইটি দল অংশ নেয়।
এই টুর্নামেন্টটি প্রতিবছরে হওয়াতে আমরা গর্বিত , কেন না এই টুর্নামেন্টটি আয়োজনের মাধ্যমে আমরা শুধু খেলার আনন্দই নয়, একসঙ্গে কাজ করার শক্তি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মেলাবন্ধনও উদযাপন করেছি।
দর্শক এবং অংশগ্রহণকারীদের, যারা তাদের উচ্ছ্বাস ও সমর্থন দিয়ে টুর্নামেন্টকে আরও রঙিন করেছেন।
আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের অনুপ্রেরণা
পাওয়া যাবে। ও শিক্ষার্থীদের পরিচিতি থাকে সর্বশেষ এই আসর হয়েছে ২০২৪ সালে এবারও চলছে ৭ম আসরের জন্য জাক-জমক আয়োজন ও পরিকল্পনা প্রস্তুতি নিচ্ছে প্রতিটা ব্যাচের টিম ম্যানেজমেন্ট ।
কর্ম ব্যস্ততায় একই ব্যাচের সকল শিক্ষার্থী মিলিত হওয়া কষ্টসাধ্য। এই টুর্নামেন্ট হয়ে থাকে সাধারণত দুই ঈদের যেকোনো একটির ছুটিতে। তাই সবাই ঈদের ছুটিতে এসে উপভোগ করে।