Dhaka, শনিবার, এপ্রিল ৫, ২০২৫

তামিমের সুস্থতার জন্য ভারতীয় ও লঙ্কান ক্রিকেটারদের প্রার্থনা

সিয়াম ইসলাম

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৫, ০৭:১৯ পিএম
Bangla Today News

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ও অধিনায়ক তামিম ইকবাল আজ সোমবার (২৪ মার্চ) হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত সাভারের কেপিজি হাসপাতালে ভর্তি করা হয় তামিমকে, যেখানে তার হার্টে রিং পরানোসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তামিমের জ্ঞান ফিরেছে এবং তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার মতো অবস্থায় আছেন।

তামিমের আকস্মিক অসুস্থতার খবরটি ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে তার জন্য শুভেচ্ছা এবং সুস্থতা কামনা করেছে অনেক প্রাক্তন ক্রিকেটার এবং ক্রীড়াবিদরা। 

ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং টুইট করে তামিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন, "তামিম এবং তার পরিবারের জন্য আমার প্রার্থনা। তুমি মাঠে অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছ এবং সবসময় শক্তিশালী হয়ে ফিরেছ। এবারের লড়াইও একেবারে আলাদা নয়। দ্রুত সুস্থ হও, চ্যাম্পিয়ন!"

প্রখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে তামিমের জন্য তার শুভকামনা জানান, "আমাদের বন্ধু তামিমের দ্রুত আরোগ্য কামনা করছি। আশা করছি খুব শীঘ্রই আমরা একসঙ্গে কাজ করতে পারবো।"

ভারতের সাবেক ব্যাটসম্যান এবং পশ্চিমবঙ্গের নির্বাচিত সংসদ সদস্য মনোজ তিওয়ারি লিখেছেন, "এই লড়াইটা তোমায় জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে! প্রার্থনা করি।"

শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা তার টুইটে বলেছেন, "তুমি মাঠে যেমন কঠিন লড়াই করেছ, তেমনি এই লড়াইও জিতবে। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি।"

তামিমের অসুস্থতা নিয়ে পুরো ক্রিকেট বিশ্ব তাকে সমর্থন জানিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করেছে, এবং সবাই আশা করছে তামিম শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরবেন।
 

Leave a comment