Announcement of closure of educational institutions in 5 districts of the country including Dhaka
সংগ্রামের পথে মাতৃভূমিতে ফিরতে প্রস্তুত রোহিঙ্গারা
ডিসেম্বরেই নির্বাচন, জানালেন মিয়ানমারের জান্তা প্রধান
চবি প্রতিনিধি
সমুদ্র গবেষণা উন্নয়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ওশান স্যাটেলাইট গ্রাউন্ড ষ্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় গবেষণা প্রতিষ্ঠান 'সেকেন্ড ইন্সটিটিউট অফ ওশানোগ্রাফি' (এসআইও) এর সাথে করা এক চুক্তির আওতায় এটি নির্মাণ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (২৬ মার্চ) মেরিন সায়েন্সেস ইন্সটিটিউট সংলগ্নে ভিত্তিপ্রস্তরটি উদ্ভোদন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
এ সময়ে আরও উপস্থিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, হারবার কোম্পানির প্রতিনিধি ওয়াং ডা, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন ও ওশানোগ্রাফি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ বিষয়ে ওশানোগ্রাফি বিভাগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন বলেন, ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের গুরুত্ব ব্যাপক এবং তা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে গুরুত্ব বহন করে। এরমধ্যে কিছু মূল কারণ হল সামগ্রিকভাবে, ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন বাংলাদেশের সামুদ্রিক গবেষণা, পরিবেশ পর্যবেক্ষণ, দুর্যোগ মোকাবিলা ও সমুদ্রসম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদানের মাধ্যমে টেকসই সুনীল অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশীয় ও বৈশ্বিক উন্নয়ন ত্বরান্বিত করা।
এর আগে গত ১৬ ডিসেম্বর চীনের ডিজিটাল সিটি হ্যাংঝুতে অবস্থিত এসআইও কর্তৃপক্ষের আমন্ত্রণে চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ও ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক ও গ্রাউন্ড স্টেশন নির্মাণ প্রকল্পের চবির ফোকাল পারসন ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন চীন সফর করেন।
সেখানে তাঁরা হ্যাংঝুস্থ এসআইওর সকল অত্যাধুনিক রিমোট সেন্সিং, ডাটা এনালাইসিস ল্যাব, চলমান গবেষণা কার্যক্রম, এসআইও ক্যাম্পাসস্থ প্রধান ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ও লিনানস্থ ওশান স্যাটেলাইট বেইজ স্টেশন পরিদর্শন করেন এবং কয়েক দফা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মিটিং শেষে গত ১৯ ডিসেম্বর এসআইওর ডাইরেক্টর জেনারেল অধ্যাপক ড. ফ্যাং ইংজিয়া ও চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার ওশান স্যাটেলাইট গ্রাউন্ড ষ্টেশন নির্মাণের চুক্তি স্বাক্ষর করেন।