Dhaka, শনিবার, এপ্রিল ৫, ২০২৫

ডিসেম্বরেই নির্বাচন, জানালেন মিয়ানমারের জান্তা প্রধান

সিয়াম ইসলাম

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৫, ০৯:৫৬ এএম
ডিসেম্বরেই নির্বাচন, জানালেন মিয়ানমারের জান্তা প্রধান

মিয়ানমারের জান্তা প্রধান মিন অং লাইং ঘোষণা দিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরেই দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সশস্ত্র বাহিনী দিবসের ভাষণে তিনি এই ঘোষণা দেন।

জান্তা প্রধান তার বক্তব্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বিজয়ীদের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ঘোষণাও দেন। তার দাবি, মিয়ানমারের জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য সেনাবাহিনী কাজ করছে।

মিন অং লাইং বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা নির্বাচনের জন্য কাজ করছি। এটি অবাধ, সুষ্ঠু ও বহুদলীয় গণতান্ত্রিক নির্বাচন হবে। নির্বাচনে বিজয়ী দলের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করব।

২০২১ সালের পর থেকে মিয়ানমারজুড়ে জান্তাবিরোধী সংঘাত চলছে। দেশটিতে বর্তমানে গৃহযুদ্ধ ও অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যেই আগামী নির্বাচনের আগে দেশটির কয়েক ডজন রাজনৈতিক দলকে নিষিদ্ধ অথবা নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণা করা হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে বেলারুশ সফরের সময় প্রথমবারের মতো নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলেন মিয়ানমারের জান্তা প্রধান। ওই সময় তিনি বলেছিলেন, আগামী ডিসেম্বর বা ২০২৬ সালের জানুয়ারিতে মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০২১ সালে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচি’র সরকারকে সরিয়ে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী।




 

Leave a comment