বৈষম্যের অভিযোগে ভোলায় এনসিপির ইফতার অনুষ্ঠানে হট্টগোল
চিকিৎসার জন্য ভারতের বিকল্প পেয়ে গেছে বাংলাদেশিরা
ফিরে গেলেন মিজানুর রহমান আজহারি
টাঙ্গাইলস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সংগঠন "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার, টাঙ্গাইল" এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) টাঙ্গাইল জেলা শহরের এক রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রাক্তণ ও বর্তমান মিলে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে সংগঠনের ১২ সদস্য বিশিষ্ট অ্যালামনাই কমিটি গঠন করা হয়।
অ্যালামনাই কমিটিতে প্রতিষ্ঠাকালীন সভাপতি মনোনীত হয়েছেন বাসাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসাইন (২০ তম ব্যাচ,চবি)। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সরকারি সা’দত কলেজের সহযোগী অধ্যাপক মো. মোশারফ
হোসেন ভূঁইয়া (২৫ তম ব্যাচ,চবি)।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন সখিপুরের বোয়ালী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. ফেরদৌস ভূঁইয়া (৩১ তম ব্যাচ,চবি) এবং কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ কুমার সাহা (২৮ তম ব্যাচ,চবি)।
সংগঠনটি গত কয়েকবছর ধরেই বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজ করে আসছে।ভবিষ্যতে আরও উল্লেখযোগ্য কাজের উদ্যোগ গ্রহনের পরিকল্পনা রয়েছে সংগঠনটির নবগঠিত কমিটির।