Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

নওগাঁয় নদীর পানিতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৪, ০৯:২৩ এএম
Bangla Today News

নওগাঁয় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে আত্রাই নদীর পানিতে ডুবে রফিকুল ইসলাম 

ওরফে আঃ রফিক (১১) নামে মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে নওগাঁর মান্দা উপজেলার লক্ষীরামপুর মধ্যপাড়া নদীর ঘাট এলাকায়।

 

 নিহত রফিকুল ইসলাম রফিক নওগাঁর মহাদেবপুর উপজেলার চকরাজা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে ও চকরাজা হাফেজিয়া মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছাত্র। এমৃত্যুর ঘটনা মহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে নিহত শিশুর পরিবার, স্বজন ও চকরাজা গ্রাম সহ ঘটনাস্থল এলাকাজুড়ে লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

 স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসা ছুটি (বন্ধ) থাকার সুযোগে একই মাদ্রাসাতে পড়ুয়া (সহপাঠি) বন্ধু মেশকাত এর বাড়ি

মান্দা উপজেলার 

লক্ষীরামপুর গ্রামে

গত বৃহস্পতিবার বেড়াতে যায় রফিকুল ইসলাম রফিক। ঘটনার দিন শুক্রবার দুপুরে তার বন্ধুর সাথে আত্রাই নদীতে গোসল করার জন্য নামেন। এ সময় অসাবধানতা বশত নদীর পানিতে তলিয়ে যায় রফিকুল ইসলাম রফিক। পরবর্তীতে স্থানিয়রা অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে না পাওয়ায় বিয়ষটি ফায়ার সার্ভিসকে জানানো হলে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা এসে উদ্ধার কাজ শুরু করেন এবং বিকেল সারে ৪ টারদিকে নদী থেকে রফিকুল ইসলাম রফিকের মৃতদেহ উদ্ধার করেন।

  

নদীর পানিতে ডুবে মাদ্রাসা পড়ুয়া ছাত্রের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহত মাদ্রাসা ছাত্রের মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে সন্ধা সোয়া ৭ টারদিকে মাদ্রাসার সুপার মোল্লা জালাল প্রতিবেদককে মুঠোফোনে জানান, আমাদের মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছাত্র আঃ রফিক এর মৃত্যুর খবর পেয়ে বর্তমানে জানাজা করতে চকরাজা গ্রামেই রয়েছি।

হাবিব আমজাদ 

 নওগাঁ প্রতিনিধি 








 

Leave a comment