Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

মানিকগঞ্জে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন আছিয়া বেগম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৪, ০৩:১৯ এএম
Bangla Today News

 

মানিকগঞ্জ ফিরোজা জেনারেল হাসপাতালে ১০ই নভেম্বর রবিবার ৩য় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম দিয়েছেন আছিয়া বেগম (৩০)।

 

তিনি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার দক্ষিণ জামসা গ্রামের বাসিন্দা খলিলের স্ত্রী। খলিল মিয়া পেশায় একজন কৃষক।

 

আছিয়া বেগমের পূর্বে দুটি সিজারের মাধ্যমে দুটি ছেলে বাচ্চা হয়েছে। এখন ৩য় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার আরো দুইটি ছেলে এবং একটি মেয়ে বাচ্চা জন্ম হয়।

তিনজনই ভালো আছে বললেন আছিয়া বেগম।

 

আছিয়া বেগম ৪ মাস পূর্বে আল্ট্রাসনোগ্রাম করে ট্রিপলেটের কথা জানতে পারেন। ঠিক তখন থেকেই বেশ ভয় ছিলেন ।গরীব মানুষ কোথায় যাবেন ,কি করবেন এমন চিন্তায় পড়েছিলেন তিনি।

 

 মানিকগঞ্জ ফিরোজা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুর রহমানের সহযোগিতায় সিজারের মাধ্যমে আছিয়া বেগম ৩ সন্তানের জন্ম দেন।

 

অপারেশনের মেডিকেল টিমে প্রধান সার্জন হিসেবে দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক ডাঃ মোঃ ওসমান গনি ও অ্যানেসথেসিয়া ডাঃ তাপস ভৌমিক ।

 

সার্জারি চিকিৎসক ডাঃ রাফিজা রমজান রুম্পা বলেন, ১০ই নভেম্বর রবিবার বিকালে সিজার অপারেশন করে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন আছিয়া বেগম । কিন্তু আছিয়ার গর্ভে বাচ্চাগুলো উল্টো অবস্থানে থাকায় অস্ত্রোপচার করতে অনেক সময় লেগেছে। তিন সন্তান জন্ম নেয়ায় খুব খুশি আছিয়া দম্পতি। তিনটি বাচ্চাই সুস্থ আছে বলে জানান ওই চিকিৎসক।

 

নবজাতকরা ফিরোজা জেনারেল হাসপাতালের বিশেষ নবজাতক নিবিড় পরিচর্যাকেন্দ্রে আছে।

মোঃ শামীম মিয়া, মানিকগঞ্জ প্রতিনিধি 








 

Leave a comment