Dhaka, শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

অস্ট্রেলিয়ায় ঈদের তারিখ ঘোষণা

সিয়াম ইসলাম

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৫, ০২:১৫ এএম
Bangla Today News

অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম কাউন্সিল ঘোষণা করেছে, দেশটিতে ঈদুল ফিতর পালিত হবে ৩১ মার্চ, সোমবার। শনিবার (২৯ মার্চ) এক বিবৃতিতে তারা জানায়, ২৯তম রমজানে সিডনি ও পার্থে ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। ফলে, রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ২৯ মার্চ সূর্যাস্তের পর সিডনি ও পার্থের আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যাবে। সিডনিতে রাত ৯টা ৫৭ মিনিটে এবং পার্থে সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে চাঁদের জন্ম হবে। এই কারণে, ওই দুই শহরে পরদিন শাওয়াল মাসের প্রথম দিন তথা ঈদ উদযাপন সম্ভব হবে না।

অর্থাৎ, রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ৩০ মার্চ ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের শেষ দিন হবে। ঈদুল ফিতর উদযাপিত হবে ৩১ মার্চ, সোমবার।



 

Leave a comment