বাজারে প্রবেশ করলে দেখা মিলবে শীতকালীন বাহারি রকমের নানা সবজি।শীত আসি আসি করছে।এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে এই সব সবজি কিন্তু দাম এখনো চড়া।মাঝে মধ্যে দু-একটি পণ্যের দাম কিছুটা কমলে ও বেশিরভাগ ক্ষেত্রেই ঊর্ধ্বমূল্য। আর অতিরিক্ত মূল্য নিম্নআয়ের মানুষকে ফেলেছে বেকায়দায়।দ্রব্যমূল্য চড়া বাজারে সংসার চালাতে অনেকেই খাচ্ছেন হিমশিম খাচ্ছে অনেকে।
বুধবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম নগরীর দুই নং গেইট এলাকা কর্ণফুলী বাজার এ চিত্র দেখা গেছে। দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতি নিয়ে দোকানির ওপরে ক্ষোভ ঝাড়ছেন ভোক্তারা। এদিকে বাজারে পণ্যের দাম বাড়তি থাকায় বাজারের স্থায়ী দোকান ছেড়ে ভ্যান ও ফুটপাতে পণ্য নিয়ে বসছেন কেউ কেউ। কর্ণফুলী বাজারের দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এদিন সকালে আলু বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকা প্রতি কেজি, বেগুন প্রতি কেজি ১০০ টাকা থেকে ১৬০ টাকা পর্যন্ত, টমেটো ১৪০ টাকা,গাজর ১৮০ টাকা, শিম ১০০ টাকা, বরবটি ৮০ টাকা, কাঁচা কলার হালি ৫০ টাকা, ঢেড়শ ৬০ টাকা, কচুর লতি ১০০ টাকা, পটল ৬০ টাকা, লাউ সাইজ অনুযায়ী ৬০ টাকা থেকে ১০০ টাকা, ফুল কপির পিস ৫০ টাকা থেকে শুরু,বাঁধাকপি ৬০ টাকা থেকে শুরু, কচু মুখি ৮০ টাকা কেজি, পেঁপে ৫০ টাকা, মুলা ৫০ টাকা, চাল কুমড়া প্রতি পিস ৫০ টাকা থেকে শুরু, করলা ৭০ টাকা কেজি, চিচিঙ্গা ৬০ টাকা, ২ টা কুমড়া শাকের ডগা ৬০ টাকা, লাউ শাকের চারটি ডগা ৫০ টাকা, লাল শাকের মুঠি ২০ টাকা, সরষে শাক ১ মুঠি ৩০ টাকা। ক্রেতারা আসছেন আর দাম শুনে তর্কে জড়াচ্ছেন দোকানির সঙ্গে। এক দোকান থেকে আরেক দোকান আরেক দোকান থেকে আরেক দোকান ঘুরেই কাটিয়ে দিচ্ছেন কেউ কেউ,এ চিত্র চট্টগ্রামের বেশিরভাগ বাজারে।কেউ আবার মূল বাজারে কম দামে না পেয়ে গলির ভেতরে ফুটপাথ ও ভ্যানে বিক্রেতার কাছে ছুটছেন। এদিকে দুই নং গেইট এলাকার বাসিন্দা রবিউল হোসেন সম্রাট অভিযোগ করেন, দিনকে দিন বাজারে দাম যেন বেড়েই যাচ্ছে। কদিন আগে সাধারণ মানুষের খাবার ডিমের দাম ছিল বাড়তি। এখন শীতের সবজিতে বাজার ভর্তি অথচ দাম বেশি,এমন দাম বৃদ্ধি হলে কিভাবে সংসার চালাবো আমরা। বাজার করতে আশা তোফাজ্জল হোসেন শাকিল বলেন,আমি কম বেতনে চাকরি করি,বাজারে এসে দেখি প্রতিটির পণ্যের দাম অনেক বেশি। আগে এক কেজি কিনতাম এখন সেখানে অর্ধেক নিতে হচ্ছে। আমাদের আয় তো বাড়েনি। তাই চাহিদা কমিয়ে দিয়েছি। এক মুঠি শাক দশ টাকা দিয়ে কিনেছি এখন ২০ টাকা। এক মুঠিতে এতো কম যে একারই হয়না। ৪০ টাকা দিয়ে শাক কিনে পুষ্টি কতটুকু পাব বলে আপনি। বাজার ঘুরে দেখা গেছে বাজারে সবজির আমদানি বেশ থাকলেও গত দুই এক দিনের ব্যবধানে দাম খুব একটা কমেনি। বরং কিছু কিছু পন্যের দাম খানিকটা বেড়েছে। তবে কর্ণফুলী বাজারের সবজি ব্যবসায়ী কাশেম জানান,আসলে বাজারে সবজির সরবরাহ খুব ভালো,এই মাসের মধ্য সবজির দাম কমে আসতে পারে।অনেক ক্ষেত্রে সিন্ডিকেট কাজ করে, আমি মনে করি স্থানীয় প্রশাসন বাজার তদারকি করার দরকার।অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় সবজির দাম বেশি রাখে।
কলাপাতায় লবণ বিক্রি করে প্রশংসায় ভাসছেন শমসের আলী
গুগলের স্বপ্নের চাকরি ছেড়ে উদ্যোক্তা সরওয়ার কামাল
ইন্টারনেটের মেয়াদবিহীন প্যাকেজ চালুর আহ্বান উপদেষ্টা নাহিদের
চট্টগ্রাম প্রতিনিধি মোঃ নুর নবী