অনেক আগে থেকেই চাউর প্রেম করছেন গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। বিষয়টি আরও বেশি ছড়িয়ে পড়ে যখন এই উপস্থাপকের বিয়ে বিচ্ছেদ হয়। এরপর দুজনই এ বিষয়ে ছিলেন নীরব! তবে এবার আর চুপ থাকার উপায় নেই। কারণ সুদূর ব্যাংককে তাদের পাওয়া গেল ব্যক্তিগত সময় কাটাতে!
প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের 'মতি' নামের গরু জবাই
কলকাতার সাংবাদিক ময়ূখকে মৃত দেখাচ্ছে ফেসবুক
Netflix removes 19 Palestinian movies over licensing issues
শুধু তারাই নয়, সঙ্গে রয়েছেন জেফারের পরিবারের সদস্যরাও। দু'জনই তাদের ফেসবুকে বেশ সাবধানতার সঙ্গে আলাদাভাবে ছবি পোস্ট করেছেন। কিন্তু খুব একটা সামলাতে পারলেন না।
শুক্রবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দু'জনকে দেখা গেল।
এদিন রেস্টুরেন্টের ভেতরে দু'জন পাশাপাশি বসে পছন্দের খাবারের অর্ডার দিয়েছেন। তবে এ সময় রাফসান ও জেফার ছিলেন বেশ খোশমেজাজে। রাফসান গ্রিন শার্ট আর জেফার পরেছিলেন ওয়েস্টার্ন ড্রেস। খাবার খেতে খেতে কিছুটা সময় একান্তে কাটিয়েছেন তাঁরা। দু’জনে একসঙ্গে অন্তরঙ্গ হয়ে ছবি তুললেন। তবে সেগুলো আর ফেসবুকে আসেনি! তবে প্রবাসী বাংলাদেশির তোলা ছবিটি হাত ঘুরে এসেছে দেশের গণমাধ্যমে।
এদিকে শোবিজের অনেকেরই দাবি, রাফসান ও জেফার দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন। গুঞ্জন রয়েছে, গোপনে তাঁরা বিয়েও সেরেছেন। যদিও কেউই বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি। আবার অনেকের দাবি, বিয়ে নয় তারা 'লিভ ইন' সম্পর্কে রয়েছেন। সময় নিচ্ছেন নিজেদের বুঝতে।
জানা গেছে, ২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেন রাফসান সাবাব। তিন বছর সংসারের পর চলতি মাসে এসে সম্পর্কের ইতি টানেন তাঁরা। কলেজে পড়ার সময় উপস্থাপনায় যুক্ত হন রাফসান সাবাব।