দক্ষিণী সিনেমার অভিনেত্রী প্রজ্ঞা নাগরার ব্যক্তিগত একটি ভিডিও ফাঁস হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।
ভিডিওতে যে নারীটিকে দেখা যাচ্ছে, তিনি আসলেই প্রজ্ঞা নাগরা কিনা, সেটি এখনো স্পষ্ট নয়। তবে, ভিডিওগুলো ভাইরাল হয়েছে। এখন পর্যন্ত প্রজ্ঞা নাগরা এই বিতর্ক নিয়ে মন্তব্য করেননি।
হঠাৎ কেন আলোচনায় ‘কমলার বনবাস’ সিনেমা!
সৌদি আরব যেভাবে হচ্ছে ‘পাপের রাজধানী’
প্রাক্তন প্রেমিককে খুন, গ্রেপ্তার নার্গিস ফাখরির বোন
তামিল সিনেমা দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছিল তার। ২০২২ সালে ভারালারু মুককিয়াম সিনেমায় তার অভিষেক ঘটে। সিনেমাটি বেশি নাম না কুড়ালেও প্রজ্ঞা তার অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন দক্ষিণী সিনেমায়। পরবর্তীতে তিনি মালায়ালাম এবং তেলুগু সিনেমায়ও অভিনয় করেছেন।
প্রজ্ঞা নাগরা, হরিয়ানার পাঞ্জাবি পরিবার থেকে আসেন। ২০২৩ সালে তিনি মালায়ালাম কমেডি ড্রামা নাদিকালিল সুন্দরী যমুনাতে প্রধান চরিত্রে অভিনয় করেন, যা বাণিজ্যিকভাবে সফল হলেও অনেক সমালোচিত হয়েছিল।