ইসরায়েলের ওপর বড় আকারের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার পর এ হামলা চালানো হয়। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী সতর্ক করেছে যে মধ্যপ্রাচ্যে "আজ রাতে" শক্তিশালী হামলা চালানো হবে।
মঙ্গলবার রাতে এই বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগেরি এই ঘোষণা দেন। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এমন হুঁশিয়ারি দেন তিনি।
Hijacked ship runs out of food, pirates provide food from shore
Discovery of new Earth-like planets habitable by humans
World's First Pig Kidney Transplant Patient Discharged From US Hospital
এক বিবৃতিতে মুখপাত্র ড্যানিয়েল হেগেরি বলেছেন, "(ইসরায়েলি) বিমান বাহিনী তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।" এবং আজ রাতে মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী আক্রমণ শুরু করবে।
মঙ্গলবার রাতে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়েও জোরালো কথা বলেছেন এই সামরিক কর্মকর্তা। প্রতিশোধ নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন। বলেছেন, মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তেহরান।
"ইরান আজ রাতে গুরুতর কাজ করেছে এবং মধ্যপ্রাচ্যকে একটি উন্মত্ততার মধ্যে ঠেলে দিয়েছে," হাগেরি বলেছিলেন। ইরান আজ রাতে এই পদক্ষেপের ফল ভোগ করবে।
চলতি বছরের এপ্রিলে ইসরায়েলের ওপর ইরানের হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, "ইরান প্রথমবারের মতো এই হামলা চালায়নি। তবে এবারের হামলাটি ক্ষেপণাস্ত্রের দিক থেকে বিস্তৃত ছিল এবং প্রয়োজন অনুসারে প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া তৈরি করা হয়েছে।"
হ্যাগেরির সতর্কতার আগে ইরান ইসরায়েলি ভূখণ্ডে প্রায় ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলায় হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। তবে ইসরায়েল সরকার দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে। নেওয়া হয়েছে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা।
লেবাননে ইসরায়েলি বাহিনীর চলমান হামলার মধ্যেই ইসরায়েলের ওপর এ হামলা চালিয়েছে ইরান। গত সোমবার দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরাইল। ব্যাপক বিমান হামলাও চালায়। সোমবার লেবাননে একদিনে ৯৫ জন নিহত হয়েছেন।
অন্যদিকে, এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, "মার্কিন প্রতিরক্ষা সচিব এবং ইসরায়েলের মন্ত্রী ইয়োভ গ্যালান্টের মধ্যে আলোচনা হয়েছে।" ইসরায়েলের ওপর সরাসরি সামরিক হামলার জন্য ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে ইসরায়েল হত্যা করেছে। এরপর ইসরায়েলি বাহিনী লেবাননে হামলা চালায়। এসবের পরিপ্রেক্ষিতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান।