ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (IRGC) কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল গনি তার সমর্থন ও সংহতি প্রকাশ করে হিজবুল্লাহর নতুন প্রধান শেখ নাঈম কাসেমকে একটি চিঠি লিখেছেন।
শুক্রবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ।
মালয়েশিয়ায় বাধ্য শ্রমের অভিযোগ: বাংলাদেশি শ্রমিকদের মামলা করার অনুমতি
If you go to India by sea, you will get an on-arrival visa
Two arrested for firing at Bollywood star Salman Khan’s Mumbai home
ইরানের তথাকথিত কুদস বাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশে দেশের বাইরে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীকে সমর্থন ও প্রশিক্ষণ দেয়।
ইরান কয়েক বছর ধরে লেবাননের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে অর্থনৈতিক সহায়তা ও সামরিক প্রশিক্ষণ দিয়ে আসছে। ইসরায়েল কর্তৃক হাসান নাসরাল্লাহ এবং সম্ভাব্য নেতা হাশেম সাফিউদ্দিনের হত্যার পর হিজবুল্লাহ নতুন নেতৃত্ব নিয়োগ করে। কুদস ফোর্স গ্রুপের নতুন নেতার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।
চিঠিতে, ঘানি ইরানের অটল সমর্থনের উপর জোর দিয়ে বলেছেন, ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (IRGC) কুদস ফোর্স হিজবুল্লাহর পাশে থাকবে। যতক্ষণ না প্রাণঘাতী ইহুদিবাদী বৃক্ষ উপড়ে ফেলা হয় এবং পবিত্র আল-আকসাসহ ফিলিস্তিন মুক্ত না হয়।
চিঠিতে হাসান নাসরুল্লাহ, হাশেম সাফিউদ্দিন এবং হিজবুল্লাহ কর্মকর্তা ও যোদ্ধাদের সহ প্রতিরোধে শহীদদের স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানানো হয়েছে। শেখ কাসেমের নেতৃত্বে শক্তি ও দৃঢ়তা নিয়ে প্রতিরোধের পথ চলতে থাকবে বলে তিনি দোয়া করেন।
হিজবুল্লাহর শুরা কাউন্সিল, গ্রুপের কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা, সম্প্রতি শেখ কাসেমকে গ্রুপের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে।
60 বছর বয়সী এই আলেম হিজবুল্লাহর একজন সিনিয়র ব্যক্তিত্ব। তিনি 1991 সাল থেকে লেবানিজ প্রতিরোধের ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। শেখ কাসেম দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর অন্যতম প্রধান মুখপাত্র ছিলেন, এর আগে তিনি বিদেশী মিডিয়াকে অনেক সাক্ষাৎকার দিয়েছেন।