নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলে মারিয়াস বোর্গ হোইবিকে (২৭) ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, যুবরাজ হাকন ও মেট-মারিট ২০০১ সালে বিয়ে করেন। এই দম্পতির ছেলে মারিয়াস বোর্গ হোইবি। মারিয়াস বোর্গ হোইবিকে স্থানীয় সময় গত সোমবার রাতে গ্রেফতার করা হয়। তার আইনজীবী অয়ভিন্ড ব্রাটরিয়েন নরওয়ের সরকারি গণমাধ্যম এনআরকে-কে জানান, বোর্গ হোইবি ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন।
যে কারণে অবিবাহিত থেকে গেছেন রতন টাটা
30810 people arrived in Saudi to perform Hajj
4 of the hostage ship Photos of the pirates are out in the open
নরওয়ের পুলিশ জানিয়েছে, মারিয়াস বোর্গ হোইবিকে ফৌজদারি বিধি লঙ্ঘন করার অপরাধে গ্রেফতার করা হয়। তিনি এমন একজনের সঙ্গে শারীরিক সম্পর্ক করেন, যিনি অচেতন বা অন্য কোনো কারণে নিজেকে রক্ষা করতে অক্ষম ছিলেন।
পুলিশ আরও জানিয়েছে, তিনি এমন ধরনের যৌন আচরণ করেছেন যেখানে ভুক্তভোগী নারীর সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। ওই ভুক্তভোগী তরুণী অভিযোগ করেন, তিনি নিজেকে রক্ষা করবেন এমন কোন পরিস্থিতি সেখানে ছিল না।
২০ বছর বয়সী ভুক্তভোগী তরুণীর আইনজীবী হেগে সোলোমন সিএনএনকে জানান, বোর্গ হোইবির সঙ্গে আগে কখনোই তার দেখা হয়নি। ঘটনার দিনই তাঁদের প্রথম দেখা হয়। এর আগে তারা কেউ কাউকে চিনতেন না।