সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ১৯ হাজার ৬৯৬ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে গতকাল শনিবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে ১১ হাজার ৩০০ জনকে আবাসন আইন ভঙ্গ, ৫ হাজার ১৭৬ জনকে সীমান্ত আইন ভঙ্গ এবং ৩ হাজার ১৮৪ জনকে শ্রম আইন ভঙ্গের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।
সিরিয়ায় দূতাবাস চালুর বিষয়ে সিদ্ধান্ত জানাল তুরস্ক
সুদানে মসজিদে বিমান হামলায় নিহত ৩১
Pakistani kills friend over orange juice during iftar
এছাড়া গত ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত অবৈধভাবে প্রবেশের জন্য ১ হাজার ৫৪৭ জনকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তারদের মধ্যে ৩২ শতাংশ ইয়েমেন, ৬৫ শতাংশ ইথিওপিয়া এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অবৈধভাবে সৌদি ছাড়ার সময় ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়, কর্মসংস্থান ও পরিবহন পরিষেবা প্রদানের অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এক বিবৃতিতে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্তমানে গ্রেপ্তার ২২ হাজার ৬শ ৫৪ জন অবৈধ প্রবাসীর বিচার প্রক্রিয়াধীন। তাঁদের মধ্যে ৩ হাজার ৭ জন নারী।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিববহন সুবিধা দিলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।