ভয়াবহ সন্ত্রাসী হামলায় নাইজারে নারী ও শিশুসহ ৩৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গতকাল রোববার (১৫ ডিসেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
গাজায় যুদ্ধবিরতিসহ জাতিসংঘে দুই প্রস্তাব পাস
Demonstration march in Baitul Mukarram to demand an end to the massacre in Gaza
পাকিস্তানি তারকা ফিশান-হিবা-হানিয়ারা এত জনপ্রিয় কেন
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সন্দেহভাজন জিহাদিরা পশ্চিম নাইজারের সংঘাত-বিধ্বস্ত সীমান্তে দুটি পৃথক হামলা করে। এতে নারী ও শিশুসহ ৩৯ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।
তারা জানায়, হামলাকারীরা কোকোরউ এবং লিবিরিতে হামলা চালায়। যদিও সন্ত্রাসীদের এই হামলা ও প্রাণহানির ঘটনা ঠিক কবে ঘটেছে সে সম্পর্কে বিশদ কোনো বিবরণ দেয়নি নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
উল্লেখ্য, নাইজার, মালি ও বুরকিনা ফাসোর বেশ কিছু এলাকায় গত কয়েক বছর ধরে জঙ্গিগোষ্ঠীসহ বিভিন্ন সশস্ত্র গ্রুপের তৎপরতা বাড়ছে। এই তৎপরতা ২০১২ সাল থেকে বাড়ছে।
মালি ও বুরকিনা ফাসোর সীমান্ত এলাকা সাম্প্রতিক বছরগুলোতে সশস্ত্রগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং আল কায়েদাপন্থি সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষের এক কেন্দ্রে পরিণত হয়েছে। (সূত্র: রয়টার্স)