Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

নাইজারে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ৩৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৩:১১ এএম
Bangla Today News

ভয়াবহ সন্ত্রাসী হামলায় নাইজারে নারী ও শিশুসহ ৩৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গতকাল রোববার (১৫ ডিসেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

 

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সন্দেহভাজন জিহাদিরা পশ্চিম নাইজারের সংঘাত-বিধ্বস্ত সীমান্তে দুটি পৃথক হামলা করে। এতে নারী ও শিশুসহ ৩৯ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

 

তারা জানায়, হামলাকারীরা কোকোরউ এবং লিবিরিতে হামলা চালায়। যদিও সন্ত্রাসীদের এই হামলা ও প্রাণহানির ঘটনা ঠিক কবে ঘটেছে সে সম্পর্কে বিশদ কোনো বিবরণ দেয়নি নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

 

উল্লেখ্য, নাইজার, মালি ও বুরকিনা ফাসোর বেশ কিছু এলাকায় গত কয়েক বছর ধরে জঙ্গিগোষ্ঠীসহ বিভিন্ন সশস্ত্র গ্রুপের তৎপরতা বাড়ছে। এই তৎপরতা ২০১২ সাল থেকে বাড়ছে।

 

মালি ও বুরকিনা ফাসোর সীমান্ত এলাকা সাম্প্রতিক বছরগুলোতে সশস্ত্রগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং আল কায়েদাপন্থি সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষের এক কেন্দ্রে পরিণত হয়েছে। (সূত্র: রয়টার্স)
 



 

Leave a comment