রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল জানিয়েছেন, রাশিয়ান সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়ে ১২ জন ভারতীয় ইউক্রেনীয় সেনাদের হাতে নিহত হয়েছেন। সেই সঙ্গে যুদ্ধে যোগ দেয়া আরও ১৬ ভারতীয় নিখোঁজ রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৭ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা জানান মুখপাত্র রণধীর জসওয়াল।
ট্রাম্পের শপথের আগে ওয়াশিংটন ছাড়ছেন অনেকে, কারণ কী
ট্রাম্পের ‘শপথ’ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা
হঠাৎ কেন বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনলেন ট্রাম্প?
রণধীর জসওয়াল জানান, বর্তমানে রাশিয়ার হয়ে যেসব ভারতীয় যুদ্ধ করছেন, তাদের ফিরিয়ে আনতে দেশটির সঙ্গে আলোচনা চলছে। এখন পর্যন্ত যুদ্ধে ১২ জন ভারতীয় নিহত হয়েছেন।
রণধীর জসওয়াল বলেন, আমরা শুক্রবার পর্যন্ত রুশ সেনাবাহিনীতে ১২৬ ভারতীয়ের কাজ করার ব্যাপারে জেনেছি। যাদের মধ্যে ৯৬ জনকে রুশ সশস্ত্র বাহিনী থেকে ছেড়ে দেয়া হয়েছে এবং তারা ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন। তবে এখনও ১৮ জন ভারতীয় রুশ সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করছেন।
তিনি আরও বলেন, রুশ সেনাবাহিনীতে এখনো ১৮ জন ভারতীয় রয়ে গেছেন, যাদের মধ্যে ১৬ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রুশ কর্তৃপক্ষ তাদের নিখোঁজ হিসেবে চিহ্নিত করেছে। আমরা তাদের দ্রুত মুক্তি এবং প্রত্যাবাসনের চেষ্টা করছি।
সর্বশেষ একটি ঘটনায় ইউক্রেনের সঙ্গে সংঘর্ষে নিহত ভারতের কেরালার বাসিন্দা বিনীল বাবুর প্রসঙ্গে জয়সওয়াল জানান, বিনীলের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য রুশ কর্তৃপক্ষের সঙ্গে ভারতীয় দূতাবাস যোগাযোগ করছে। এছাড়া জাইন টিকে নামে আরেক ভারতীয় বর্তমানে মস্কোতে চিকিৎসাধীন আছেন। চিকিৎসা শেষ হলেই তাকে দেশে ফিরিয়ে আনা হবে।
বিনীল ও জাইনের বিষয়ে জয়সওয়াল বলেন, বিনীল বাবুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তার মরদেহ যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের দূতাবাস রুশ কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। আহত আরেক ব্যক্তি মস্কোতে চিকিৎসাধীন রয়েছেন এবং আশা করা হচ্ছে, তিনি চিকিৎসা শেষে শিগগিরই দেশে ফিরবেন।