যুক্তরাষ্ট্রে আগামী রোববার থেকে বন্ধ হয়ে যেতে পারে চীনের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে টিকটকের একটি আপিল বাতিল হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। টিকটক নিষেধাজ্ঞা কীভাবে কার্যকর করা হবে, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। হোয়াইট হাউস কর্তৃপক্ষ বলছে, ট্রাম্প প্রশাসনের ওপর বিষয়টি ছেড়ে দেবে তারা।
উল্লেখ্য, ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করছেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
DeepSeek sparks AI stock selloff; Nvidia posts record market-cap loss
সৌদিতে ২৯ রমজানে ঈদের চাঁদ উঠবে, আকাশে থাকবে ৮ মিনিট
ইসরাইলি জাহাজে হামলার ঘোষণা ইয়েমেনের
সুপ্রিম কোর্টের বিচারকেরা শুক্রবার রুল দেন কংগ্রেসের পক্ষ থেকে চীনা অ্যাপ মালিক বাইটড্যান্সকে টিকটকের যুক্তরাষ্ট্রের মালিকানা বিক্রির জন্য যে আইন করা হয়েছে, তা যুক্তরাষ্টোর বাক্স্বাধীনতার অধিকার ক্ষুণ্ন করে না।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ নিরাপত্তার অভিযোগ তুলে টিকটকের মালিকানা যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে চাপ দিয়ে আসছে। টিকটক কর্তৃপক্ষের পক্ষ থেকে এ নিয়ে আপিল করা হয়। গত বছর বাইটড্যান্সকে মার্কিন কোনো মালিকের কাছে টিকটক ১৯ জানুয়ারির মধ্যে বিক্রি করতে বলা হয়। কিন্তু তা করা হয়নি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার সুপ্রিম কোর্ট টিকটক নিষিদ্ধের আইনটি বহাল রেখেছেন। এ ক্ষেত্রে ৯ জন বিচারক সর্বসম্মতিক্রমে এ আদেশ দেন।
আদালত মতামত দেন, ১৭ কোটি যুক্তরাষ্ট্রের নাগরিকের জন্য টিকটক স্বতন্ত্র এবং সম্পৃক্ততার মাধ্যম। কিন্তু কংগ্রেস দেখেছে, এর ডেটা সংগ্রহের পদ্ধতি এবং বিদেশি প্রতিপক্ষের সঙ্গে সম্পর্কের বিষয়ে জাতীয় নিরাপত্তা উদ্বেগ রয়েছে।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, বিদায়ী বাইডেন প্রশাসন টিকটককে রক্ষায় ব্যবস্থা নেবে না। অন্যদিকে টিকটককে নিষেধাজ্ঞায় বিরোধিতা করা ট্রাম্প সোমবার ক্ষমতা গ্রহণ করবেন।
ট্রাম্প বলেছেন, সুপ্রিম কোর্টের রুশ প্রত্যাশিত ছিল। সবার একে সম্মান জানানো উচিত। শিগগিরই টিকটক বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
ট্রাম্প বলেছেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং শুক্রবার তাঁর সঙ্গে টিকটকসহ নানা বিষয়ে কথা বলেছেন।