বিয়েতে রাজি না হওয়ায় এক তরুণীকে হত্যা করেছেন এক যুবক। পরে ওই যুবক নিজেও আত্মহত্যা করেছেন। জানা যায়, নিহত তরুণীকে ওই যুবক পছন্দ করতেন এবং গত এক বছর ধরে তাকে রাজি করানোর চেষ্টা করছিলেন বলে জানা গেছে।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের বেলাগাভিতে। মঙ্গলবার (৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
বিশ্ব Read more from
দাঁত দিয়ে ট্রেন টেনে বিশ্বরেকর্ড (ভিডিও)
Trump on the way to victory as he takes over Senate and key battleground states
মঙ্গল গ্রহে পানির অস্তিত্বের নতুন প্রমাণ
সংবাদমাধ্যমটি বলছে, কর্ণাটকের বেলাগাভিতে বিয়ে করতে অস্বীকার করার পরে এক তরুণীকে নির্মমভাবে হত্যা করেছে এক যুবক। শুধু তাই নয়, এরপর ঘটনাস্থলেই আত্মহত্যা করেন অভিযুক্ত। নিহত ওই তরুণীর নাম ঐশ্বরিয়া মহেশ লোহার। ২০ বছর বয়সী এই তরুণী নাথ পাই সার্কেলের কাছে একটি বাড়িতে থাকতেন এবং সেখানেই খুন হন।
অন্যদিকে অভিযুক্ত যুবকের নাম প্রশান্ত কুন্দেকার। বেলাগাভি তালুকের ইয়েলুর গ্রামের ২৯ বছর বয়সী এই যুবক ঐশ্বরিয়াকে ভালোবাসতেন এবং এক বছরেরও বেশি সময় ধরে তাকে অনুসরণ করছিলেন বলে পুলিশ জানিয়েছে।