হাতের ধাক্কায় ট্রেন সরানো, এটিই খুব কঠিন কাজ। বলা যায় অসম্ভবই। তবে হাত নয় শুধুমাত্র দাঁত দিয়ে ট্রেন টেনে বিশ্বরেকর্ড গড়েছেন মিসরের কুস্তিগির আশরাফ মাহারুস। তিনি দেশটিতে কাবোঙ্গা নামে পরিচিত।
WhatsApp-Instagram integration, there are surprises
গাজায় ১১০৯ মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল
রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির পরই ইউক্রেনে নির্বাচন চায় যুক্তরাষ্ট্র
তার শরীরে যে শক্তি রয়েছে সেটি দিয়ে অনেক কিছুই করতে পারেন। দাঁত দিয়ে ট্রেন টানা তার মধ্যে অন্যতম।
বার্তাসংস্থা এপি শনিবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে, আশরাফ মাহারুস এ সপ্তাহে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস থেকে তিনটি বিশ্বরেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন। যারমধ্যে একটি হলো দাঁত দিয়ে সবচেয়ে ভারী ট্রেন টানার রেকর্ড। আর বাকি দুটি হলো সবচেয়ে ভারী ইঞ্জিন টানা এবং দ্রুতগতিতে ১০০ মিটার গাড়ি টানার রেকর্ড।
গত বৃহস্পতিবার সাধারণ মানুষ কায়রোর রামসেস ট্রেন স্টেশনে জড়ো হন। সেখানেই ২৭০ টন ওজনের একটি ট্রেনে দড়ি লাগিয়ে নিজের দাঁত দিয়ে ট্রেনে প্রায় ৩৩ ফুট এগিয়ে নিয়ে যান।
এরপর শরীরের সঙ্গে বেল্ট বেধে ট্রেনটি আবারও টানেন তিনি।
৪০ বছর বয়সী এই ব্যক্তি মিসরের পেশার কুস্তিগির ফেডারেশনের সভাপতি। তিনি ২০২৪ সালে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ১১টি কাঁচা ডিম ভেঙে ও সেগুলো খেয়ে রেকর্ড গড়েছিলেন। এরআগে ২০২১ সালে নিজের দাঁত দিয়ে ১৫ হাজার ৭৩০ কেজি ওজনের একটি গাড়ি টেনেছিলেন তিনি। বৃহস্পতিবার বিশ্বরেকর্ড গড়ার জন্য যে আয়োজনটি করা হয় সেটির অন্যতম আয়োজক দওলেত এলনাকেব বলেছেন, আশরাফ মাহারুসের ‘অস্বাভাবিক শক্তি’ রয়েছে।