Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

পেনাল্টি মিসে দলের বিদায় ঘণ্টা নিজেই বাজালেন রোনালদো

সিয়াম ইসলাম

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৪, ০১:৪৬ এএম
পেনাল্টি মিসে দলের বিদায় ঘণ্টা নিজেই বাজালেন রোনালদো

গুরুত্বপূর্ণ সময়ে গোল করে দলকে জেতান মাস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু এবার দেখা গেল ভিন্ন চিত্র। শেষ পর্যন্ত দলকে সমতা আনার সুযোগ পান তিনি। তবে পেনাল্টি মিস করে আল নাসরের কিংস কাপ থেকে বিদায়ের ঘণ্টা বাজিয়েছিলেন পর্তুগিজ তারকা।

 

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে কিংস কাপ অফ চ্যাম্পিয়ন্সের রাউন্ড অফ সিক্সটিনে আল-তাউয়ুনের মুখোমুখি হয়েছিল আল-নাসর। তবে ইনজুরি টাইমে রোনালদো পেনাল্টি মিস করলে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় সৌদি আরবের ক্লাবটি।

 

আল আউয়াল পার্কে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ম্যাচের ৭১তম মিনিটে আল-তাউয়ুন এগিয়ে নেন। ওয়ালিদ আল-আহমেদের গোলে এগিয়ে যায় তার দল। এই স্কোরলাইনই ইনজুরি টাইমে ম্যাচ গড়ায়। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দলকে সমতা আনার সুবর্ণ সুযোগ ছিল রোনালদোর। কিন্তু আল-নাসর তার পেনাল্টি মিস হারান।

 

সৌদি ক্লাবে যোগ দেওয়ার পর এটাই রোনালদোর প্রথম পেনাল্টি মিস। এর আগে ১৮টি পেনাল্টিতে গোল করেছিলেন এই তারকা।

 

আল নাসরের বিদায়ের দিনে আল হিলাল কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। আল তাইকিকে ৪-১ গোলে হারিয়ে শেষ আটে নিশ্চিত করেছে ক্লাবটি।



 

Leave a comment