Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস  উদযাপন উপলক্ষে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৪, ০৪:২৮ এএম
Bangla Today News

 



"জন্ম ও মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন " এই প্রতিপাদ্য  কে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে  জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ ৬ অক্টোবর(রবিবার) ভোলার বোরহানউদ্দিন  পরিষদ চত্বরে র‍্যালি  অনুষ্ঠিত হয়। পরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান - উজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান। 
এসময় আরও  উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাসুম, সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা , উপজেলা নির্বাচন কর্মকর্তা  মোঃ মন্জুর হোসেন খান, , মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, , মাধ্যমিক একাডেমিক শিক্ষা কর্মকর্তা  আয়শা সিদ্দিকা, প্রাথমিক শিক্ষা অফিসার, সাংবাদিকবৃন্দ , বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সচিববৃন্দ, ইউপি উদ্যোক্তা সহ আরো অনেকে।

তানভীর আহমেদ,বোরহানউদ্দিন (ভোলা)

Leave a comment