আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। আজ রাজধানীর মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর স্বামী বজলুর রহমানের কবরে তাঁকে সমাহিত করা হয়।
মতিয়া চৌধুরীর ভাই মাসুদুর রহমান জানান, "আমরা উত্তর সিটি করপোরেশনের কাছে কবরের জন্য একটি প্লট চেয়েছিলাম। কিন্তু সিটি করপোরেশন থেকে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার অফিস থেকে অনুমতি না পেলে প্লট বরাদ্দ দেওয়া যাবে না। আমরা আজ সকাল পর্যন্ত অপেক্ষা করেও অনুমতি পাইনি। পরে তাঁর স্বামীর কবরে তাঁকে দাফন করা হয়েছে।"