Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

চট্টগ্রাম আবাসিক হোটেলে লাশ, স্বামী পরিচয় দেওয়া সেই যুবক গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৪, ১২:৪৭ এএম
Bangla Today News

 

 

 

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় ‘আবাসিক গুলজার’ হোটেলরুম থেকে এক নারীকে হত্যা ঘটনায় জড়িত ফরহাদ হোসেনকে আটক করেছে সিএমপি চান্দগাঁও থানা পুলিশ।নিহত নারীর নাম বিবি কুলসুম।

 

এর আগে গত ২০ অক্টোবর রাত ৭টা ৪৫ মিনিটের সময় হোটেলের বাথরুম থেকে ওই নারীর লাশ উদ্ধার করে চান্দগাঁও থানার ওসি তদন্ত মো. সবেদ আলী।

 

চান্দগাঁও থানা পুলিশ জানায়,গত ১৯ অক্টোবর স্বামী স্ত্রী পরিচয়ে দুজন ব্যক্তি আবাসিক হোটেল গুলজারে রুম ভাড়া নেন। এর পরের দিন কোন এক সময়ে কৌশলে হয়তো স্বামী পরিচয় দেওয়া ব্যক্তি পালিয়ে যান। যা সিসিটিভি দেখলে জানা যাবে। পরে রুমে কোন সাড়া শব্দ না পেয়ে হোটেলের লোকজন পুলিশকে খবর দেন।

 

পরে চান্দগাঁও থানার পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক বহদ্দারহাট মোড়ের গুলজার হোটেলের ওই রুমে প্রবেশ করে দেখতে পান, বাথরুমে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই নারীর মরদেহ। তখন রুমে স্বামী পরিচয় দেওয়া ব্যক্তিকে পাওয়া যায়নি। তবে হোটেলের সিসিটিভি ফুটেজ ও বিস্তারিত খোঁজখবর নিয়েছে পুলিশ।

 

এ প্রসঙ্গে চান্দগাঁও থানার ওসি (তদন্ত) সবেদ আলী বলেন, ভিকটিমের বাবার করা মামলায় আমরা সিসিটিভি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনুসন্ধান শুরু করি। তারপর এরপর সিআইডির একটি বিশেষ টিমের সহায়তায় আমরা আসামী ফরহাদ হোসেনকে খুলশী থানা এলাকা থেকে গ্রেফতার করি।

 

ওসি তদন্ত সবেদ আলী আরো জানান, নিহত নারীর বিবি কুলসুম (৩৪)। সে বিবাহিত। তার স্থায়ী ঠিকানা নোয়াখালীর মর্জানগরে।

চট্টগ্রাম প্রতিনিধি মোঃনুর নবী।






 

Leave a comment