Dhaka, রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪

মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে, এখন দেশ গড়ার পালা: তারেক রহমান

সিয়াম ইসলাম

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৪, ০৫:৫২ এএম
Bangla Today News

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় দিয়েছে। আমরা স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি। এখন আগামী দিনে দেশ গড়ার পালা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে শহীদ আবুল কাশেম কলেজ মাঠে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আগামী দিনে দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। আমরা দেশের মানুষকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খেলাধুলা ভালোবাসতেন, তাই সারাদেশের নেতা-কর্মীদের নিয়ে বিভিন্ন গ্রামীণ খেলার আয়োজন করা উচিত।

তিনি বলেন, আমাদের অনেক মেধাবী ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং অন্যান্য পেশার মেধাবী মানুষ আছে। বাংলাদেশের সন্তান হিসেবে আমি মনে করি, আমাদের শুধু মেধাবী ডাক্তার ও প্রকৌশলীই হবে না, আগামী দিনে পেশাদার খেলোয়াড় ও সাংস্কৃতিক কর্মীও তৈরি করতে হবে। যাতে বিদেশের মাটিতে খেলায় অংশগ্রহণ করে দেশের সম্মান বয়ে আনতে পারি।

এতে সভাপতিত্ব করেন বিএনপির রংপুর কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন এ্যানি, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি।

এতে রংপুর বিভাগের ৮ জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a comment