ভোলার লালমোহন উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মো. জসিম উদ্দিন (৪৮) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। শনিবার রাত আনুমানিক ৩টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রসুলবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নভেম্বরের ২৬ দিনে ডেঙ্গুতে ১৫৬ জনের মৃত্যু
AstraZeneca is withdrawing the vaccine, the country will look into the side effects of those taking the vaccine
The Bay-Terminal project emerged from the 'circle of zero'
নিহত জসিম উদ্দিন উপজেলার লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পেশকার হাওলা এলাকার মো. কুট্টি সর্দারের ছেলে এবং লালমোহন বাজারের নৈশপ্রহরী ছিলেন।
জানা গেছে, জসিম নিজেই মোটরসাইকেল চালিয়ে রাতে বাড়ি থেকে লালমোহন বাজারের উদ্দেশে রওনা দেন। এ সময় পৌরশহরের রসুলবাগ সড়কের মাথায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে পড়ে থাকেন জসিম। দুর্ঘটনার খবর পেয়ে বাজারের অন্য নৈশপ্রহরীরা এসে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে জসিমকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এ দুর্ঘটনার বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।