ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশন এবং সীমান্তের কয়েকটি স্থানে ভারতীয় উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ চলছে।
দুপুর দেড়টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।
Product prices have come down to bearable levels: Prime Minister
The New Year ceremony must be completed by 6 pm, ballon and fireworks are prohibited
বিএনপিকে ধন্যবাদ জানিয়ে হাসনাত আবদুল্লাহর পোস্ট
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ স্লোগানে পুরো নয়াপল্টন এলাকায় মুখরিত করেছেন নেতাকর্মীরা। বিক্ষোভের পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হওয়ার কথা রয়েছে।