Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

কামারপাড়া, আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

সিয়াম ইসলাম

প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০১:০৮ এএম
Bangla Today News

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তুরাগ নদীর দক্ষিণ-পশ্চিম এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা বা বিক্ষোভ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষিদ্ধ করেছে।

বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই এলাকার মধ্যে কোনো ধরনের গণসমাবেশ বা বিক্ষোভের আয়োজন করা যাবে না।

 

এর আগে পৃথক বিজ্ঞপ্তিতে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) ইজতেমা এলাকার তিন কিলোমিটারের মধ্যে সকল প্রকার গণজমায়েত, মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে। একইসাথে দুই বা ততোধিক ব্যক্তির একসাথে ঘোরাফেরা ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার ভোরে ইজতেমা ময়দানে সংঘর্ষে ৩ জন নিহত হয়। এতে করে ওই এলাকায় সকাল থেকেই চমর উত্তেজনা বিরাজ করছে। এদিন দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মাওলানা সাদপন্থি অনুসারী রেজা আরিফ বলেছেন, গতকাল রাতে যে ঘটনা ঘটেছে তা নিয়ে দুঃখপ্রকাশ করছি আমরা।

Leave a comment