ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তুরাগ নদীর দক্ষিণ-পশ্চিম এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা বা বিক্ষোভ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষিদ্ধ করেছে।
বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই এলাকার মধ্যে কোনো ধরনের গণসমাবেশ বা বিক্ষোভের আয়োজন করা যাবে না।
জাতীয় Read more from
চুলার আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
টাঙ্গাইলের ভূঞাপুরে ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় বিজিবির অভিযানে ৯৮৮ বোতল ফেনসিডিল ও ২৫ হাজার টাপেন্টাডল উদ্ধার
এর আগে পৃথক বিজ্ঞপ্তিতে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) ইজতেমা এলাকার তিন কিলোমিটারের মধ্যে সকল প্রকার গণজমায়েত, মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে। একইসাথে দুই বা ততোধিক ব্যক্তির একসাথে ঘোরাফেরা ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।