Dhaka, রবিবার, মার্চ ১৬, ২০২৫

আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৫৫ পিএম
Bangla Today News

যুগে যুগে যারাই ইসলামের কথা বলেছে, ইসলামের ছায়াতলে মানুষকে ডেকেছে তাদের উপর সব সময়ই বাতিলের গোষ্ঠী সম্রাজ্যবাদী রাষ্ট্রশক্তি নির্যাতন, নিপিড়ন করেছে। শত জুলুম নির্যাতনের পরেও দিনের এই দায়ীদের ইসলামের পথ থেকে বিচ্যুত করতে তারা পারেনি। বরং এই দেশে ইসলামি আন্দোলন আরো তীব্রতর হয়েছে। এই দেশে ইসলামি পতাকা পতপত করে উড়বে, সে দিন বেশি দুরে নয়। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।

উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মওলানা মামুনুল হক।

 

মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) বিকেলে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শিবপুর রোকেয়া আকবর মহিলা মাদ্রাসার আয়োজনে ৭তম খতমে বুখারী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা দেশের প্রত্যন্ত গ্রাম গঞ্জে প্রতিটি মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে চাই। আমরা অনেক ধৈর্য ধারণ করেছি, আমরা অনেক বরদাশত করেছি এখন সারা দুনিয়া জোড়া ইসলামের বিজয় নিশ্চিত হতে চলেছে। আপনারা দেখেছেন, কিভাবে গত ১৫ বছর সারা দেশে একটি মানুষের মূর্তি তৈরি করা হয়েছে। সে সব মূর্তি কিন্তু আজ আর নাই। এভাবেই ইসলাম এদেশে প্রতিষ্ঠিত করতে হবে।

রোকেয়া আকবর মহিলা মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মওলানা আবুল হোসাইন এর সভাপতিত্বে মাহফিলে স্থানীয় ওলামায় কেরাম ও খেলাফত মজলিসের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Leave a comment