Dhaka, রবিবার, মার্চ ১৬, ২০২৫

১৪ ফেব্রুয়ারি উদ্‌যাপনের আগে একবার ভাবুন: আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:২০ এএম
Bangla Today News

১৪ ফেব্রুয়ারি তরুণ প্রজন্মের ভালোবাসা দিবস উদযাপন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ও আলোচক শায়খ আহমাদুল্লাহ। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। এর সঙ্গে তিনি একটি শিক্ষণীয় ভিডিও জুড়ে দেন।

জনপ্রিয় এ ইসলামী বক্তা লেখেন, ১৪ ফেব্রুয়ারি উদযাপনের আগে একবার ভাবুন। এই দিবসকে ডাস্টবিনে ফেলুন।

এর আগে ১০ ফেব্রুয়ারি দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ফেব্রুয়ারি মাস অন্যায়ের বিরুদ্ধে উজ্জীবিত হওয়ার মাস। শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মাস। এ মাসে আত্মত্যাগকারী আবদুস সালাম, আবদুল জব্বার, শফিউর রহমানরা আমাদেরকে সেই শিক্ষাই দেয়। অথচ খুব ধীরে ধীরে, সুকৌশলে, এক শ্রেণির মিডিয়া ও মুনাফালোভীরা নিজেদের স্বার্থে আমাদের প্রেরণার মাসটাকে নোংরামির মাসে পরিণত করেছে।

তিনি বলেন, আমাদের শৈশব-কৈশোরের ফেব্রুয়ারি ছিল সাহস ও ঘুরে দাঁড়াবার শক্তিতে প্রত্যুজ্জ্বল। বর্তমান প্রজন্মের কাছে ফেব্রুয়ারি মানেই অবৈধ সম্পর্কের ছড়াছড়ি। যেসব তরুণ-তরুণী এই নষ্ট স্রোতে গা ভাসাচ্ছে, তারা বুঝতেও পারছে না তারা এক নাচের পুতুল। তাদেরকে ব্যবহার করা হচ্ছে সুগভীর এক বাণিজ্যিক প্রকল্প ও শালীনতা ধ্বংসের ষড়যন্ত্রে।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারির প্রকৃত চেতনা ফিরিয়ে আনার এবং তরুণ্য-বিধ্বংসী সকল নোংরা আয়োজনের বিরুদ্ধে এখনই যদি আমরা সজাগ না হই, তবে পশ্চিমাদের মতো আমাদের পরিবার-ব্যবস্থাও ভেঙে খানখান হয়ে যাবে। তখন শত আফসোস করেও কোনো লাভ হবে না।

আহমাদুল্লাহর এসব পোস্টে নেটিজেনদের অনেককেই কমেন্ট করতে দেখা যায়। অধিকাংশ মানুষই তার সঙ্গে একমত পোষণ করেছেন, আবার কেউ কেউ ভিন্নমতও প্রকাশ করেছেন।

Leave a comment