Dhaka, রবিবার, মার্চ ১৬, ২০২৫

বগুড়ায় খাবার দেওয়ার কথা বলে ২ শিশুকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৫, ১০:৪১ এএম
Bangla Today News

বগুড়ার কাহালুতে খাবার দেওয়ার কথা বলে ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় নুর ইসলাম নামে এক দিনমজুরের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটেছে।

 

ঘটনার পর থেকে অভিযুক্ত নুর ইসলাম পলাতক।

এজাহারে বলা হয়েছে, গত বুধবার খাবার দেওয়ার কথা বলে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে নুর ইসলাম। পরদিন দুই শিশুর একজনের জ্বর এবং আরেকজনের রক্তক্ষরণ শুরু হয়। তাদের চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয় বলে জানান কাহালু থানার ওসি আব্দুল হান্নান।

Leave a comment