কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের বাবাকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এক হামলায় জুলাই অভ্যুত্থানের এক সমন্বয়কের বাবা হাবিবুল হুদা নিহত হন। একই ঘটনায় তার পরিবারের আরও তিনজন আহত হন।
কক্সবাজারে ২ নারীর পেটে মিলল ৪ হাজার ইয়াবা
রমজানে টিসিবির ট্রাকে চালের সঙ্গে মিলবে তিন পণ্য
কুমিল্লা বিজয় দিবসে মহানগর জামায়াত ও এনডিএফ এর ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা কর্মসূচি
এনসিপি দাবি করেছে, অভিযুক্ত আব্দুর রাজ্জাক অতীতে বিভিন্ন মামলায় কারাবন্দি ছিলেন। তবে হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পার হলেও কেউ এখনো গ্রেপ্তার হয়নি, যা আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে।
দলটি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।