হবিগঞ্জের বাহুবলের নিজ গ্রাম স্নানঘাটের কিছু লোকের মাঝে অর্থ সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা ইংলিশ লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে তিনি এলাকার দেড় শতাধিক মানুষের মধ্যে প্রায় ১০ লাখ টাকা বিতরণ করেন। এ সময় হামজার বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরীসহ পরিবারের অন্যরা উপস্থিত ছিলেন।
গাজীপুরে ঘোড়া জবাই ও তার মাংস বিক্রি বন্ধের নির্দেশ ভ্রাম্যমাণ আদালতের
UNO's wife blackmailed by threatening to spread video, bodyguard arrested
3.4 lakh children living on streets in country: Research
হামজা নিজ অর্থায়নে গ্রামে এতিমখানা ও মাদরাসা নির্মাণ করেছেন। বিনামূল্যে সেখানে এতিম শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগে করে দিয়েছেন। এদিন বিকেলে মাদরাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন তিনি।
হামজার বাবা মুর্শেদ চৌধুরী জানান, প্রতিবছরই হামজা গ্রামের অসহায়দের জন্য অর্থ সহায়তা পাঠান। মসজিদ, মাদরাসা ও দরিদ্রদের সহায়তা করতে পছন্দ করেন হামজা। নিজ অর্থায়নে মাদরাসা ও এতিমখানা পরিচালনা করছেন তিনি।