ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী
"Intern doctors are the life of the hospital, their demands are justified"
Jawad's mother burst into tears hugging the Prime Minister
এনসিপির গঠনতন্ত্র চূড়ান্ত হচ্ছে
পবিত্র রমজান উপলক্ষে পাবনা ও সিরাজগঞ্জ জেলায়বিএসটিআই’র মোট ২৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রাজশাহী পিবিআই এই তথ্যটি নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার দিনব্যাপী ওই অভিযানগুলোতে ২৪টি প্রতিষ্ঠানকে বিবিধ অপরাধে বিএসটিআই সংশ্লিষ্ট আইনে মোট ৫ লক্ষ সাড়ে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অবৈধভাবে উৎপাদিত অনুমোদনহীন বিপুল পরিমাণ পণ্য ও পণ্য তৈরির উপাদান ধ্বংস করা হয়।
অভিযান সমন্বয় করেন সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. আজিজুল হাকিম, সহকারী পরিচালক (সিএম) শহিদুল ইসলাম এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ। জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে মর্মে পাবনার বিএসটিআই আঞ্চলিক কার্যালয় হতে জানানো হয়।